সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত বান্দরবানের লামা উপজেলার ৭ শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সশস্ত্র সন্ত্রাসীরা টিকতে না পেরে লুলাইং এলাকার দুর্গম পাহাড়ে অপহৃত ৭ শ্রমিককে ছেড়ে পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহৃতরা সবাই সুস্থ আছে।
স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, অপহৃত ৭ জনের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হচ্ছেন, মো. আলমগীর (৩৫), মো. নুরু (৫০), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) এবং ট্রাক চালক মো. জামাল (৩২)।
গত ২ ফেব্রুয়ারি ভোরে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকার একটি খামারবাড়ি থেকে ওই শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।