বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

‘সেবায় সাফল্যে আস্থায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪৪ জন চিকিৎসক শতাধিক রোগীকে বিনামূল্যে গাইনি, দন্ত, চর্ম, নাক-কান-গলা চিকিৎসাসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।

বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।