বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলে গেলো দেবতাকুম

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশী-বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পট ‘দেবতাকুম’।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভা ও ৪ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের ভিত্তিতে ‘দেবতাকুম’ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা পর্যটক গাইড অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ক্যাসিং মারমা জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশি বিদেশি পর্যটকদের সেবা দিতে তারা প্রস্তুত।

তিনি জানান, দীর্ঘ দিন পর্যটক ভ্রমণ বন্ধ থাকায় রোয়াংছড়ি উপজেলার ব্যবসা-বাণিজ্য থমকে গিয়েছিল। দেবতাকুম খুলে দেয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

গত ১ বছর থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী রয়েছে। তবে রোয়াংছড়ির দেবতাকুম খুলে দেয়া হলেও এখনো নিষেধাজ্ঞা বহাল রয়ে গেছে রুমা এবং থানচি উপজেলায় পর্যটক ভ্রমণ।

 

ছবিঃ সংগৃহীত