অপারেশন ‘ডেবিল হান্ট’-এ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আটক হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি চুচু মং (৪০)।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া থেকে তাকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে।
চুচু মংকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক।
তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি ও বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবীলীগের সাধারণ সম্পাদক চুচু মং এর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
তথ্যসূত্র: জাহাঙ্গীর আলম কাজল