নাইক্ষ্যংছড়িতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় ঘুমধুমের তমব্রু বাজার থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্টার শেলটি হাতে নিয়ে এক ছেলে বাজারে বিক্রি করতে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে মর্টারশেলটি নিরাপদ স্থানে রেখে দেয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মর্টারশেলটি অবিস্ফোরিত ছিল। সামরিক বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে।
কৃতজ্ঞতা: জাহাঙ্গির আলম কাজল।