সন্ত্রাসীদের হাত থেকে ১ জন শ্রমিক কৌশলে পালিয়ে এলেও অপহরণের ৪০ ঘন্টা পরও লামার বিভিন্ন রাবার বাগান থেকে অপহৃত অন্য ২৫ জন শ্রমিকের সন্ধান এখনো মেলেনি।
সন্ত্রাসীরা অপহৃত প্রত্যেক শ্রমিকের মুক্তির বিনিময়ে ৫০ হাজার টাকা করে দাবি করেছে। তবে মুক্তিপণের বিষয়েও এখনো কোন সুরাহা করতে পারেনি বাগান মালিকরা।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের মুরংঝিরি এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথ উদ্ধার অভিযানে নামে।
এদিকে সোমবার সকালে অপহৃতদের মধ্যে জিয়াউর রহমান (৪৫) নামে এক শ্রমিক সন্ত্রাসীদের হাত থেকে পালিয়ে আসতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন।
তিনি জানান, রবিবার রাতে যৌথ অভিযান চলার সময় জিম্মিদের নিয়ে সন্ত্রাসীরা বারবার অবস্থান পরিবর্তন করছিল। এই সুযোগে সন্ত্রাসীদের নজর এড়িয়ে জিয়াউর রহমান পালিয়ে আসতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রগুলো জানায়, ফিরে আসা শ্রমিক জিয়াউর রহমান গজালিয়া রাবার বাগানের মালিক শাহজাহানের বাগানে কর্মরত ছিল। পালিয়ে এসে জিয়াউর রহমান তাকে বিস্তারিত তথ্য জানান।
শ্রমিক জিয়াউর রহমান জানান, অপহরণকারীরা সংখ্যায় ১২ থেকে ১৪ জন ছিল। তাদের সবার হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল। তারা জলপাই রং এর ইউনিফর্ম পরিহিত ছিল। তাদের কারো কারো মুখোশ পড়া ছিল।
তবে তারা কোন সংগঠনের সে বিষয়ে তিনি কোন তথ্য জানাতে পারেননি।
বান্দরবান জেলা পুলিশের একটি সূত্র জানায়, যৌথবাহিনীর উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে বারবার শ্রমিক অপহরণের ঘটনায় লামা উপজেলায় সর্বাত্মক উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।