বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান শহরে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১৭ ফেব্রুয়ারি সকালে শহরের বনরুপা পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুম্পা দাশের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, বান্দরবান সদর থানায় নারী কনস্টেবল পদে নিয়োজিত ছিলেন রুম্পা দাশ।

স্থানীয়রা জানান, রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ২ সন্তানসহ স্বামী সৌরভ দাশ ঘুমালেও স্ত্রী রুম্পা দাশ ঘুমান অন্য কক্ষে। সকালে স্বামীর ডাকাডাকিতে স্ত্রীর কোন সাড়া শব্দ না আসায় দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রুম্পা দাশের মরদেহ দেখতে পান সৌরভ দাশ। এসময় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।