বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন অপহৃত রাবার শ্রমিকরা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়া পেয়েছে লামার ২৫ জন রাবার শ্রমিক। ৬টি রাবার বাগান থেকে মোট ২৬ জনকে অপহরণ করা হয়। তবে এর আগে একজন পালিয়ে আসেন।

অপহৃত রাবার শ্রমিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন। তবে মুক্তিপণের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

শনিবার ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মুরংঝিরি এলাকার বিভিন্ন বাগান থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকালে তারা সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পান।

মেসার্স আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, মোট ১০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে তার নিজ বাগানের ১২ জন শ্রমিকের মুক্তির জন্য ৩ লাখ টাকা এবং অন্য শ্রমিকদের জন্য ৭ লাখ টাকা দেয়া হয়েছে।

তবে কিভাবে কার মাধ্যমে এসব টাকা পরিশোধ করা হয়েছে সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি মো. ফোরকান।

রাবার বাগান মালিক মো. ফোরকান জানান, জিম্মি অবস্থায় শ্রমিকদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। সে কারণে মুক্তির পরপরই তাদেরকে কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।