বান্দরবানের রুমায় বাস চাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে পুড়িয়ে দিয়েছে। পুলিশ চালক সাইফুলকে আটক সক্ষম হয়েছে।
নিহত মথি ত্রিপুরা রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা ছুটে বের হওয়ার সময় পিছন দিকে আসা বাসটি মথি ত্রিপুরাকে দেয়ালের সাথে পিষে দেয়। সেখানেই মথি ত্রিপুরার মৃত্যু ঘটে।
এদিকে মথি ত্রিপুরার নিহত হবার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রুমা উপজেলায় একটি সুসজ্জিত বাস টার্মিনাল থাকলেও সেখানে বাস না রেখে বাজারের ভিতরে এনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই দাড় করিয়ে রাখা হয়। তারা অবিলম্বে বাজার এলাকায় বাস আসা বন্ধ করার দাবি জানায়।