বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুরু হলো ২ দিন ব্যাপী পিঠা উৎসব

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে ২ দিন ব্যাপী পিঠা উৎসব মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি থেকে কালেক্টরেট প্রাঙ্গনে শুরু হয়েছে।

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শিরোনামে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সকালে বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা প্রশাসকের রুটির দায়িত্বে) এস এম হাসান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুচ সালাম আজাদ ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

এ পিঠা উৎসবের স্টলগুলোতে বিভিন্ ধরণের স্থানীয় পিঠা উপস্থাপন করা হয়।

বুধবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ পিঠা উৎসব।