মো শিপনকে সভাপতি এবং মো আসমত হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংসদ (জিসাস) এর বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভা সাক্ষরিত এক পত্রে নতুন এই কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্য কর্মকর্তাগণ হচ্ছেন: মো. কামাল হোসেন (সহ-সভাপতি), মো. নাছির (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. ফিরোজুল ইসলাম ও মো. কামাল উদ্দিন (সহ-সাধারণ সম্পাদক), মো. মাহাবুব আলম (সাংগঠনিক সম্পাদক), হেলাল উর রশিদ, সুজন চৌধুরী ও মিটুন কান্তি দাশ (সহ-সাংগঠনিক সম্পাদক), মো. ওমর ফারুক (অর্থ সম্পাদক), আব্দুল হাকিম (প্রচার সম্পাদক), মো. মোজাম্মেল হোসেন (দপ্তর সম্পাদক), বাবুল তঞ্চঙ্গ্যা (সহ-প্রচার সম্পাদক), মতি ত্রিপুরা (ক্রীড়া সম্পাদক) এবং সদস্য পদে মো. ফারুক, মিটু দাশ, শহিদুল ইসলাম, সাহাব উদ্দিন, উচিমং মারমা ও মো. হান্নান।