পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ ও অসংখ্য কৃতি সাংবাদিকের মেন্টর একেএম মকছুদ আহমেদ আর নেই।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি রাতে রাঙামাটি শহরে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।
প্রবীণ সাংবাদিক, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রথম দৈনিক পত্রিকা গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি সম্পাদক ও প্রকাশক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যু সংবাদ ছটিয়ে পড়লে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার সকালে মরহুম সাংবাদিকের মরদেহ রাঙামাটি প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সাংবাদিক, রাজনীতিক ও সর্বস্তরের নাগরিকগণ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে স্টেডিয়ামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৈত্রিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।