আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
এসময় শিশু, কিশোরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
তথ্যসূত্র ও ছবিঃ বশির আহমদ