বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশু বলাৎকারের দায়ে একজনের যাবজ্জীবন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে শিশু বলাৎকারের দায়ে মো. ওসমান (৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে বান্দরবান জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। আদেশে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ছাড়াও ১ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল জানান, আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় দেয়।

তিনি জানান, ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান না করলে অতিরিক্ত ৬ মাস কারাবাস দেয়া হয়।

মামলার সূত্র থেকে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় বান্দরবান জেলা শহরের ফায়ারসার্ভিস এলাকায় এই ঘটনা ঘটে। রাজারমাঠ থেকে স্টেডিয়ামে যাবার জন্য শিশুটি মো. ওসমানের রিকশায় উঠে। ফায়ারসার্ভিস এলাকায় এসে চালক কৌশলে শিশুটিকে পাশের গিরিছায়া গার্ডেন রির্সোটে নিয়ে যায় এবং সেখানে তাকে বলাৎকার করে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রিকশা চালক পালিয়ে যায়। পুলিশ তাকে শহরের ওয়ালটন মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।