বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ নিরাপত্তাবাহিনীর চাকুরিচ্যুত এক সদস্য আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে দেশীয় অস্ত্রসহ বিকসন মিয়া (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত বিকসন মিয়া নিরাপত্তা বাহিনী/সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত একজন সদস্য বলে জানা গেছে।

সোমবার ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সে সময়ে ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো- এমন খবর পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও করে। এসময় অন্যেরা পালিয়ে যেতে পারলেও অস্ত্রসহ বিকসন মিয়া গ্রামবাসীর হাতে ধরা পড়ে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে নাইক্ষ্যংছড়ি থানা থেকে একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুল হক জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হবে।