বান্দরবানের লামার মিরিঞ্জা পর্যটন এলাকায় অতিরিক্ত মদ পানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ভোরে ওই এলাকার রয়েল হিল রিসোর্টে এ ঘটনা ঘটে।
রয়েল হিল রিসোর্টের সার্ভিসবয় মিলন ত্রিপুরা জানান, নুরুল আলম ওই রিসোর্টের গাড়ির চালক ছিলেন। সোমবার ২৪ ফেব্রুয়ারি রাত ২টা পর্যন্ত অতিথিদের সঙ্গে ওই কক্ষে ছিলেন। এরপর তিনি রিসোর্ট থেকে বের হয়ে যান। তারপর কি ঘটেছে তা আমরা বলতে পারি না।
রিসোর্টের একটি সূত্র জানায়, রাতে নুরুল আলম তার বন্ধুদের নিয়ে মদ পান করার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তার বন্ধুরা তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন অতিরিক্ত মদ পানে নুরুল আলম নামে এক ব্যক্তি মৃত্যুর কথা নিশ্চিত করেন।
তিনি জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।