বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন বিভাগের গাছ সুরক্ষা কর্মসূচি শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

গাছের গায়ে লাগানো বড় বড় পেরেক উৎপাটনের মধ্য দিয়ে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবান জেলায় গাছ সুরক্ষা কর্মসূচি শুরু করেছে বন বিভাগ।

এক মাসব্যাপী এই কর্মসূচি চলবে। সারা দেশে এই কর্মসূচি শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি থেকে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের থানচি বাসস্ট্যান্ড মোড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম মঞ্জুরুল হক কর্মসূচির উদ্বোধন করেন। পরে পাশের বিশাল বট গাছ থেকে সাইনবোর্ড অপসারণ এবং পেরেক উৎপাটন কার্যক্রম শুরু করেন বন বিভাগের স্টাফগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমএম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এবং প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

বৃক্ষপ্রেমীরা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ছায়া দেয়ার জন্য বিশেষ বিশেষ ব্যস্ততম স্থান, সড়ক মোড় এবং যাত্রী ছাউনীগুলোর পাশে বট, অশ্বথসহ বিভিন্ন বড় গাছ লাগানো হয়। কিন্তু বিজ্ঞাপন প্রচারের জন্য প্রতিষ্ঠানগুলো বড় বড় সাইনবোর্ড লাগিয়ে থাকে। এগুলো লাগাতে ব্যবহার করা হয় বড় বড় পেরেক। ফলে সৌন্দর্যবর্ধন এবং ছায়া প্রদানকারী গাছগুলোকে সীমাহীন কষ্ট করে বেঁচে থাকতে হয়। এমন অবস্থা অমানবিক।