বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণের অভিযোগ মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৪, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে শিশু ধর্ষণের জন্য অভিযুক্ত মুহাম্মদ মোক্তার সোহাগকে (২৩) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী বান্দরবান সদর উপজেলার কাইচতলী এলাকার দারুল উলুম ইসলামীয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার শিক্ষক। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার তাতুয়া গ্রামে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ৪ মার্চ গ্রেপ্তারকৃত মুহাম্মদ মোক্তার সোহাগকে বান্দরবানের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অভিযুক্ত ব্যক্তি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

মামলার বিবরণে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ছাত্র হোস্টেল থেকে ভিক্টিম ৮ বছরের ওই শিশুকে ডেকে নিয়ে অভিযুক্ত শিক্ষকের কামরায় ধর্ষণ করা হয়। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে গিয়ে আত্মগোপণে থাকে। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।