বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম থেকে ২০ রোহিঙ্গা আটকঃ রাতেই মিয়ানমারে পুশব্যাক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৫, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের আলীকদম থেকে অবৈধ অনুপ্রবেশকারী ২০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। রাতেই তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।

মঙ্গলবার ৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়।

আলীকদমে দায়িত্বরত ৫৭ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ২০ জনের মধ্যে ৬ জন নারী ও ১১ জন শিশুও রয়েছে। তারা সবাই মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানানো হয়, মঙ্গলবার রাতেই তাদেরকে আলীকদমের পোয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। তবে অনুপ্রবেশকারীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।