বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এ এসফি ব্রিক ফিল্ড থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার ৫ মার্চ বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জরিমানা আদায়ের পর পানি দিয়ে চুল্লির আগুন নেভানোর পাশাপাশি স্কেভেটর দিয়ে কিলন ভেঙে দেয়া হয়।
এ অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।