বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৭, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্বার নেটওয়ার্কের উদ্যোগে এক সংবাদ সম্মেলন বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৭ মার্চ সারাদেশের মোট ১৮টি পয়েন্টে দুর্বার নেটওয়ার্ক এ ধরনের কর্মসূচি আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে দুর্বার নেটওয়ার্ক চট্টগ্রাম অঞ্চলের সভানেত্রী ডনাই প্রু নেলী এবং উইমেন এক্টিভিটিস ফোরাম- বান্দরবানের সদস্য সচিব পাই প্রা উ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।

৮ মার্চ বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়: ‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়।’

এ উপলক্ষে এবার ১১ দফা দাবিনামা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস কমিটি।

১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সেলাই কারখানার নারী শ্রমিকরা স্বল্প মজুরী, বিপদজনক কর্মপরিবেশ ও দৈনিক ১২ ঘন্টা শ্রমের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ তাদের উপর হামলা চালায়। ১৮৬০ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরের পোশাকশিল্পের নারী শ্রমিকরা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে নিজেদের ইউনিয়ন গঠন করে। ১৯০৮ সালের ৮ মার্চ আবারো ওই শহরে একটি প্রতিবাদমিছিল বের করে পোশাকশিল্পের নারীশ্রমিকরা। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে’ জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে নারীদের অধিকারের সংগ্রামকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ প্রতিবছরের ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। সেই থেকে রাষ্ট্রসমূহ প্রতিবছর এই দিবসটি যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপন করে আসছে।