বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে শনিবার ৮ মার্চ সারাদেশের মতো বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্ত্বরে ফিরে আসে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া বান্দরবান পৌরসভার উদ্যোগে শহরে নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।