বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৯, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে সংঘবদ্ধ হয়ে ধর্ষণের (গ্যাং রেপ) দায়ে ৪ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

রবিবার ৯ মার্চ সকালে নিজ এজলাশে এই রায় ঘোষণা করেন বান্দরবানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা।

আদালতের বিচার চলাকালে ২০২১ সালে সংঘটিত এই গ্যাং রেপে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ওই ৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদন্ড দেন বিজ্ঞ আদালত।

সুত্র জানায়, যাবজ্জীবন কারাদন্ডাদেশ পাওয়া আসামীরা হচ্ছে: মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। এদের মধ্যে মো. কায়সার গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছে। অন্য ৩জন পলাতক। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে নিয়ে আমিরাবাদ এলাকায় আসে রাশেদ। সেখান থেকে পাহাড়ি পথে বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় নিয়ে আসে। উৎপেতে থাকা বাকিরা ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করে কিশোরী।