বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী লাগাতার ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার ১০ মার্চ বাদে মাগরিব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন প্রকাশ করেন ইসলামী ছাত্র আন্দোলনের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক।

তিনি বলেন, প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী।

মুহাম্মাদ হোসাইন মল্লিক বলেন, ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাস রেজা, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

প্রতিবেদন: ইশতিয়াক মুন্না, রাঙামাটি