বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগঃ গ্রেপ্তার ২

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১২, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে পুলিশ ২জনকে আটক করেছে।

লামার মিরিঞ্জা এলাকায় মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ১১ মার্চ ভিকটিমের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর পুলিশ ভিকটিমের স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে আটক করে।

ভিকটিম পুলিশকে জানায়, তার স্বামীর সহায়তায় ৫ জন মিলে তাকে গণধর্ষণ করেছে।

ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের নৈশ প্রহরী হিসেবে কাজ করেন রুবেল হোসেন। সে তার স্ত্রীকে নিয়ে শনিবার ৮ মার্চ ওই রিসোর্টে যায়। পরে সেই রিসোর্ট থেকে তাকে অন্য আরেকটি রিসোর্টে নিয়ে গেলে সেখানে ৫ জন ব্যক্তি তাকে পালাক্রমে ধর্ষণ করে। সোমবার ১০ মার্চ স্বামীর সাথে ফিরে যাবার পর মঙ্গলবার ১১ মার্চ লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন ওই নারী। ভিকটিমের স্বামী রুবেল লামা পৌরসভার মধুঝিরি এলাকার বাসিন্দা।

ধর্ষিতা নারী অভিযোগ করেন, শনিবার থেকে তিনি ধর্ষণের শিকার হচ্ছেন। এদিকে পুলিশের তথ্য অনুযায়ী, ধর্ষণের ঘটনাটি ঘটেছে রবিবার ৯ মার্চ থেকে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, গণধর্ষণের শিকার ওই নারী মঙ্গলবার মামলা দায়ের পর অভিযুক্ত ভিকটিমের স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।

মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের মালিক জিয়াউর রহমান জানান, রমজান মাস উপলক্ষ্যে আমাদের রিসোর্ট বন্ধ ছিল। আমাদের নৈশ প্রহরী রুবেল কখন তার স্ত্রীকে নিয়ে এসব ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না।

এদিকে ধর্ষিতার স্বামী রুবেল হোসেন সোমবার একটি গোপন ভিডিও করে। সেখানে দেখা যায়, দিনের বেলায় একটি কটেজ থেকে স্থানীয় এক যুবককে বের হয়ে আসতে দেখা যায়। তার কিছুক্ষণ পর রুবেলের স্ত্রীকে বের হতে দেখা যায়। গোপনে ভিডিওটি ধারণ করেন রুবেল নিজেই। সেখানে সে এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলতে থাকে, তার ছোট স্ত্রী অন্য লোকের সাথে অবৈধ সম্পর্ক করে।