বান্দরবানমঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামঃ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ১৯, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সমাজে সুবিধা বঞ্চিতদের সম্মানের সাথে ইফতার করানোর লক্ষ্যে বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

মঙ্গলবার ১৮ মার্চ বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের অভিজাত গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। খতমে কোরআনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা শাপলা টেলিভিশনের পরিচালক (বার্তা ও অনুষ্ঠান) সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, সমাজের সকল মানুষের সম্মান পাওয়ার অধিকার রয়েছে। এই সম্মান দিতেই সমাজের বঞ্চিত মানুষদের জন্য অভিজাত কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল বশর আবু বলেন, আজকের এই মাহফিল আমাদের সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার স্মারক। সামাজিক বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ্ব এস এম আজিজ, বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার ও শাপলা টেলিভিশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আমানুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রিন্সিপাল ড. রেজাউল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক ইনু এবং চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান স্বপন উপস্থিত ছিলেন।

পরে ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়।