যুদ্ধ বিরতির মধ্যেই গাজায় ইসরায়েলিদের বর্বর গণহত্যা এবং ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে বান্দরবানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ মার্চ জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিভিন্ন ইসলামি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। পরে বিক্ষোভকারীরা প্রেসক্লাব সংলগ্ন শহীদ আবু সাইদ মুক্তমঞ্চ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান মাসে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে ভারতের বিভিন্ন স্থানে মসজিদ ভাঙাসহ মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা অব্যাহত আছে।
প্রতিবাদ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মো. আবুল কালাম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. আলহাজ্ব আলাউদ্দিন ইমামী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণি, বাজার শাহী জামে মসজিদের খতিব এহছানুল হক আল মঈন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসিফ ইকবালসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা সদরের পাশাপাশি ৭টি উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।