জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার ২৩ মার্চ বিকেলে শহরের হিলভিউ কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুচ ছালাম আযাদ সভাপতির বক্তব্যে গাজায় মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দেশ ও জাতির শান্তির জন্য মহান আল্লাহর নিকট সাহায্য কামনা করে মুনাজাত করেন।
অনুষ্ঠানে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ওসমান গনি, ইসলামী আন্দোলন বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মো. আবুল কালাম এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি অধ্যাপক হামেদ হাসান উপস্থিত ছিলেন।
কৃতজ্ঞতা: বশির আহমেদ