বান্দরবান জেলার বিশিষ্ট ব্যক্তিগত ও নাগরিক সমাজের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
স্থানীয় হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এই আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডিং অফিসার এসএম মাহবুবুর রহমান এতে বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান স্বাগত জানান এবং বান্দরবান জেলা কমিটির সিনিয়র নেতা মাওলানা আবুল কালাম আজাদ মুনাজাত পরিচালনা করেন।
সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, সাংবাদিক, রাজনীতিক এবং সিভিল সোসাইটির প্রতিনিধিগণ ইফতার মাহফিলে অংশ নেন।