বান্দরবানমঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপদ দাশ ঢাকায় গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২৫, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে সোমবার ২৪ মার্চ রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হচ্ছে দুদক অফিসে।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, স্ত্রী স্কুল শিক্ষিকা সীমা দাশের মোবাইল ফোন ট্র্যাক করে নিশ্চিত হয়ে মিরপুর মডেল থানা-২ এর পুলিশ সোমবার রাতে তাকে আটক করে।

বান্দরবান জেলা পুলিশ এবং পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে দুদক আইন এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পরপরই তিনি গা ঢাকা দিয়ে বান্দরবান ত্যাগ করেন।