বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপদ দাশ বান্দরবান কারাগারে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২৬, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে বুধবার ২৬ মার্চ বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় গ্রেপ্তার হবার পর বুধবার সকালে তাকে বান্দরবান নিয়ে আসা হয়। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানী শেষে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

মুখপাত্র জানান, গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে বান্দরবানে ৫টি মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের উপর সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগে এসব মামলা হয়েছে।

সোমবার ২৪ মার্চ রাতে মিরপুর মডেল থানা পুলিশ লক্ষ্মীপদ দাশকে ঢাকায় গ্রেপ্তার করে।