বান্দরবানসোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্বচ্ছলদের জন্য সেনাবাহিনীর ঈদ উপহার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২৭, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২০০ অস্বচ্ছল পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সদর জোন কর্তৃপক্ষ।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ২৭ মার্চ বান্দরবান সদর জোনে ১৩২ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেন সদর জোনের কমান্ডিং অফিসার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান।

জোনের উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এবং লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা উপস্থিত ছিলেন।

এর আগে জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে ৬৮ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।

ঈদ উপহার বিতরণকালে জোন কমান্ডিং অফিসার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে ঈদের আনন্দে শরিক করতে বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।

ঈদ উপহার হাতে পেয়ে খুশি হয়েছেন সুবিধা বঞ্চিত পরিবারের প্রধানগণ।

তারা বলেন, এ ধরনের সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে অস্বচ্ছল মানুষদের আশাবাদী করে তোলার পাশাপাশি ঈদ আনন্দকে বাড়িয়ে তোলা যায়।