বান্দরবানসোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে আবারো ৭ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ২৮, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার ২৮ মার্চ দুপুর ১২টা ২৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। তবে বান্দরবান এবং এর আশপাশের জেলা চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারবাসী ভূমিকম্প টের পেলেও ততটা প্রবল অনুভূত হয়নি।

এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মান্দালয়। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ভূ-স্তর থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানা যায়।