রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার ২৮ মার্চ দুপুর ১২টা ২৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। তবে বান্দরবান এবং এর আশপাশের জেলা চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারবাসী ভূমিকম্প টের পেলেও ততটা প্রবল অনুভূত হয়নি।
এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মান্দালয়। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ভূ-স্তর থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানা যায়।