বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য বান্ধব করা গেলে জ্ঞানার্জনের পাশাপাশি এই অঞ্চলকে সবুজ-শ্যামলিমায় ভরিয়ে তোলা সম্ভব হবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শনিবার ৫ এপ্রিল বান্দরবান জেলা সদরে অবস্থিত বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিষ্ঠার ৭৫ বছরপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

সমাবেশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, সেনাবাহিনীর সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বক্তব্য দেন।

এর আগে সকালে আনন্দ শোভাযাত্রা এবং বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা হয়।

প্লাটিনাম জুবিলী এবং প্রাক্তন শিক্ষার্থী পুণর্মিলনী উপলক্ষে দেশ এবং প্রবাস থেকে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী এতে অংশ নেন। এর ফলে স্কুল প্রাঙ্গন দিনভর মুখরিত হয়ে উঠে।

প্লাটিনাম জুবিলীর আয়োজকরা জানান, ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫ বছর পূর্তিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ নতুন ও পুরাতন ২ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদান এবং সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়েছে।