বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার ৮ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জারুলিয়াছড়ি বিওপির আন্তর্জাতিক পিলার নং ৪৬ ও ৪৭ এর মধ্যবর্তী মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মো. তৈয়ব মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে তার ডান পায়ের নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সীমান্তের ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মো. তৈয়ব নাইক্ষ্যংছড়ির কম্বোনিয়া এলাকার বাসিন্দা।
এর আগে গত ২৯ মার্চ নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা বিওপির ওপারে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশী আহত হয়।
প্রতিবেদন: জাহাঙ্গির আলম কাজল