বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় ৯ তামাক চাষি অপহৃত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামায় ৯ তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

সোমবার ৭ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকায় তামাক ক্ষেত থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে ২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. ভুট্টু ও আবু তাহের। তারা দুইজন ওই তামাক ক্ষেতের মালিক বলে জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রগুলো জানায়, তামাক ক্ষেতে কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে ছিলো সবাই। এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপহৃত তামাক চাষিদের উদ্ধার করতে ইতোমধ্যে সম্ভাব্য এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। কে বা কারা তামাক চাষিদের অপহরণ করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।