অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার ১২ এপ্রিল সকালে বান্দরবান সদরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেন।
পরে তিনি আদালত ভবনের সভাকক্ষে বিচারক, আইনজীবী এবং বিচার ব্যবস্থায় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সারাদেশের আদালতগুলোতে বিচারক সংকট রয়েছে। পর্যায়ক্রমে শূন্য পদ পূরণে সরকার পদক্ষেপ নেবে।
তিনি বলেন, পতিত শেখ হাসিনা সরকারের আমলে আমাদের বিচার ব্যবস্থাকে কুলসিত করে ফেলা হয়েছিল। জনগণের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচারক এবং আইনজীবীদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
আদালতে মামলার চাপ কমাতে পারিবারিক আদালতের মামলাগুলো সালিশি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য তিনি বিচারকদের অনুরোধ জানান।
এসময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম এবং বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. আবুল কালাম ও সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।