সাংগ্রাই উপলক্ষ্যে বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ১২ এপ্রিল সকালে জোনের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে ৬টি পাড়া প্রদান, ৬টি সংগঠন ও ২০ ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, জোনাল স্টাফ অফিসারবৃন্দ এবং পাড়া প্রধানরা উপস্থিত ছিলেন।