বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদর্শভিত্তিক রাজনৈতিক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেছে জেলা জামায়াত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৮, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখা আদর্শভিত্তিক রাজনৈতিক কর্মকান্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠেয় জেলা জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমীর এসএম আবদুচ ছালাম।

শুক্রবার ১৮ এপ্রিল সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, জেলা মিডিয়া বিভাগের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জেলা সদরের রাজার মাঠে অনুষ্ঠেয় এই কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহ্বাজ শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমীর এসএম আবদুচ ছালাম।

 

 

ছবি: বশির আহমদ