নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল ও নারী সংস্কার কমিশন পুনর্গঠনসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে বান্দরবান আইম্মা-উলামা ঐক্য পরিষদ।
সোমবার ২৮ এপ্রিল সকালে জেলা প্রশাসক শামীম আরা রিনির মাধ্যমে পাঠানো ওই স্মারকলিপিতে ৪ দফার বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়। দাবিগুলো হচ্ছে, (১) জাতিসংঘের নিকট ফিলিস্তিনে ইসরাইলের হামলা বন্ধের জন্য প্রস্তাবনা পেশ করতে হবে, (২) ফিলিস্তিনি আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে, (৩) ইসরাইলী সকল পণ্য বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ এবং আমদানী বন্ধ করতে হবে এবং (৪) ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ওআইসি’কে অনুরোধ করতে হবে।
এর আগে আইম্মা-উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইম্মা-উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আলাউদ্দিন ইমামী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল আউয়াল ও মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আলহাজ্ব এহসানুল হক আল মুঈন, পরিষদের সদস্য মাওলানা অধ্যাপক মুহাম্মদ বদিউল আলম, মাওলানা হাফেজ মুজিবুল হক, মাওলানা মুফতি আবুল হাসান, মাওলানা হাফেজ ইউনুছ, মাওলানা আহমদ কবির, মাওলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন এবং মাওলানা হাসান উদ্দিন।