বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা সাময়িক বন্ধ রয়েছে লামার ৬০টি রিসোর্ট

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভারী বর্ষণে পাহাড় ধসে বিপর্যয় ঠেকাতে বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত ছোট বড় ৬০টি রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে লামা উপজেলা প্রশাসন।

রবিবার ১ জুন বিকেলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি কমিটির সভায় বিস্তারিত আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, লামার উপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর বিপদসীমা ১১ দশমিক ৮০ মিটার। লাগাতার বৃষ্টির কারণে শনিবার সন্ধ্যায় মাতামুহুরী নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো। পরে পানির প্রবাহ আবার কমতে থাকে। তবে রবিবার সন্ধ্যা ৬টায় প্রচারিত তথ্যে দেখা যায়, নদীতে পানির উচ্চতা বেড়ে ৯ দশমিক ০৩ মিটারে দাড়ায়।

টানা বৃষ্টিপাতের কারণে লামাসহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

এমন অবস্থায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পাহাড়ের ঢালে ও বিপজ্জনক অবস্থান থেকে নিরাপদ স্থানে সরে আসার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থানে গড়ে উঠেছে অসংখ্য ছোট ছোট কটেজ। ভারী বৃষ্টি হলে তা বড় ধরনের বিপদ ঘটাতে পারে- এমন আশঙ্কা থেকেই লামা উপজেলা প্রশাসন এসব পর্যটন কেন্দ্র ও কটেজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানীর আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লামা উপজেলার ৬০টি রিসোর্টে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে রিসোর্টগুলো আবার খুলে দেয়া হবে।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটিতে বান্দরবান জেলার বিভিন্ন পর্যটন এলাকায় বিপুল সংখ্যক পর্যটক আগমনের সম্ভাবনা ছিল। পর্যটকদের সেবা দিতে হোটেল-মোটেল-কটেজ ও রিসোর্ট ব্যবসায়ীরা ব্যাপক প্রস্তুতি নেয়। এমন অবস্থায় প্রাকৃতিক বিপর্যয় পর্যটন ব্যবসায়ীদের দুঃশ্চিতায় ফেলেছে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন।