টানা কয়েক মাস নিষেধাজ্ঞার পর ঈদুল আযহাকে সামনে রেখে বান্দরবানের বগালেক ও তিন্দু পর্যন্ত পর্যটক ভ্রমণের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
নিরাপত্তা, প্রতিকূল প্রাকৃতিক ঝুঁকি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ ব্যবস্থা নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
এদিকে বর্ষাকালীন প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বিবেচনায় ৫দিন আগে বন্ধ করে দেয়া লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালীতে স্থাপিত রিসোর্টগুলো বৃহষ্পতিবার ৫ জুন সন্ধ্যায় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে লামা উপজেলা প্রশাসন।
এর আগে খুলে দেয়া হয় রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম।
সম্প্রতি পর্যটন খুলে দেয়ার বিষয়ে সেনাবাহিনী এবং প্রশাসন সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক বৈঠক করে গ্রীণ সিগন্যাল দিলে আপাতত রুমা উপজেলার মুনলাই পাড়া হয়ে বগালেক, থানচি উপজেলা সদর থেকে তিন্দু পর্যন্ত পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।