বান্দরবানরবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বান্দরবান জেলা শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ৫, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে আহবায়ক এবং সাবেক পৌর মেয়র জাবেদ রেজাকে সদস্য করে আবারো পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা কমিটি।

গত ৪ জুন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৬ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে।

৪৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি মিসেস মাম্যাচিংকে ১নং সদস্য করা হয়েছে।

এর মধ্য অধ্যাপক ওসমান গণিকে সিনিয়র যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। অন্যান্য যুগ্ম আহবায়কগণ হচ্ছেন: লুসাই মং, মুজিবর রশিদ, আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন তুষার, সা শৈ প্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, বাবু রিটল কান্তি বিশ্বাস এবং মোঃ নেজাম উদ্দিন চৌধুরী।

মিসেস মাম্যাচিং ছাড়া কমিটির অন্য সদস্যরা হচ্ছেন: আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, আবদুল শুক্কুর, নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, সাবিকুর রহমান, সরওয়ার জামাল, চনু মং, সেলিম রেজা, থোয়াইনু অং চৌধুরী, আলহাজ্ব মোঃ মুছা, মং শৈ হ্লা, আব্দুর রব, নুরুল আলম কোম্পানি, আরেফ উল্লাহ ছুটো, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, এ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মং ক্য নু চৌধুরী, এ্যাডভোকেট মিসেস উম্যাসিং, মাসুক আহমেদ, শ্যামল কান্তি বড়ুয়া, নাছির উদ্দিন চৌধুরী, টিমং প্রু, আবু তাহের মিয়া, আবু বক্কর, সাইফুদ্দিন, আবুল হাশেম, উফাসা মার্মা, মং শৈ ম্রাই, শৈ সা অং, নজরুল ইসলাম এবং নুমং প্রু মার্মা।