বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলাম (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১২ জুন সকালে উপজেলার বাজারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৯ জুন ৩৩ জনের একটি পর্যটক গ্রুপ ২ গাইড নিয়ে আলীকদম-থানচির মাঝামাঝি ক্রিসতং পাহাড়ের উদ্দেশ্যে যায়। এসময় তৈনখাল পাড়াপাড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, এদের মধ্যে মো. হাসান ও আসমা আকতার বৃষ্টি নামে আরো ২ পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। বাকিদের অক্ষত অবস্থায় আলীকদম থানায় নিয়ে আসা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
উদ্ধারকৃত শেখ জুবাইরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।