বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় করোনা আক্রান্ত এক নারী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ১২, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনা আক্রান্ত হয়েছে।

বুধবার ১১ জুন বিকেলে বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ওই নারী কক্সবাজার হাসপাতালে করোনা পরীক্ষা করালে করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্ত ওই নারীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

লামা হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ সোলেমান জানান, আক্রান্ত নারী সাদিয়া আক্তার অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে করোনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ ধরা পড়ে। খবর পেয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।