বান্দরবানের আলীকদমে ৩ পর্যটক নিখোঁজ ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের প্রধান বর্ষা ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার ১৩ জুন সন্ধ্যায় তাকে আটকের পর শনিবার ১৪ জুন বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
‘ট্যুর এক্সপার্ট’ এর তত্ত্বাবধানে গত ৯জুন ৩৩ সদস্যের একটি পর্যটক দল বান্দরবানের আলীকদমে যায়। পরে তারা দুটি দলে বিভক্ত হয়ে হাসান শুভ’র নেতৃত্বে ২২ জনের একটি গ্রুপ যায় তৈন খালের শামুকঝিরি ঝর্ণা দেখতে। বর্ষা ইসলামের ১১ সদস্যের অপর গ্রুপটি যায় খেমচং পাড়া থেকে আন্ধারমানিকে।
বর্ষা ইসলামের গ্রুপে সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা নামে তালিকাভুক্ত একজন গাইড নেয়া হলেও প্রচলিত নিয়ম ভঙ্গ করে ২২ জনের গ্রুপে কোন স্থানীয় গাইড নেয়া হয়নি। পরবর্তীতে ২২ জনের এই গ্রুপটি বিপদে পড়ে। ধারণা করা হয়, প্রবল বর্ষণে ঝিরিতে ভেসে যায় এই গ্রুপের ৩ জন। এদের মধ্যে বৃহস্পতিবার মাতামুহুরী নদীর ফরেস্ট অফিস ঘাট থেকে শেখ জুবাইরুল ইসলামের এবং শুক্রবার তৈনখাল এলাকার আমতলী ঘাট থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হয়। এখনো খোঁজ মিলেনি ‘ট্যুর এক্সপার্ট’ এর কো-এডমিন হাসান শুভ’র।
এদিকে শুক্রবার সন্ধ্যায় বর্ষা ইসলামকে আলীকদম থানায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে শনিবার স্মৃতি আকতারের পিতা বাদী হয়ে একটি মামলা করলে শনিবার বিকেলে বর্ষা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন জানান, এ বিষয়ে অপমৃত্যু স্বীকার স্মৃতি আকতারের পিতা হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় যে মামলা দায়ের করেন তাতে বর্ষা ইসলামকে অভিযুক্ত করা হয়। এরই প্রেক্ষিতে বর্ষা ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, ২০২২ সালের ১২ আগস্ট ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের নিয়ে আসা একটি পর্যটক দলও দুর্ঘটনায় পড়ে। সেসময় এ গ্রুপের এডমিন ও বর্ষা ইসলামের স্বামী মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নিখোঁজ হন। পরে মাতামুহুরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আলীকদমের প্রশাসনিক সূত্রগুলো জানায়, শামুকঝিরি একটি বিপদজনক এলাকা। বর্ষাকালে এটি আরো ভয়াবহ হয়ে উঠে। কিন্তু ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ এবারে শামুকঝিরিতে পর্যটক নিয়ে যাবার বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন অনুমতি গ্রহণ করেনি।
প্রচলিত নিয়ম অনুযায়ী, পর্যটকদের তালিকাভুক্ত গাইড ছাড়া ভ্রমণ নিষিদ্ধ থাকলেও বর্ষা ইসলাম শামুকঝিরি টিমের সাথে কোন গাইড নেয়নি।
অভিযোগ রয়েছে, প্রায় প্রতিবছরে বর্ষা মৌসুমে ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ পর্যটকদের আলীকদমসহ বিভিন্ন দুর্গম এলাকায় নিয়ে আসে। এই কর্মকান্ডকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। তারা ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ এবং বর্ষা ইসলামের কর্মকান্ড খতিয়ে দেখার দাবি জানান।