বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির বান্দরবান জেলা কমিটি গঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১৫, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মো. শহীদুর রহমান সোহেলকে প্রধান সমন্বয় করে ২৯ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি বান্দরবান জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সাক্ষরিত ৫ জুন ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

কমিটিতে ১০জন যুগ্ম সমন্বয়ক রাখা হয়েছে। তারা হচ্ছেন: তপন মার্মা, লুক চাকমা, আ.হ.ম সায়েম, অংথুই মার্মা, আব্দুল্লাহ আল মামুন, মু.মিজানুর রহমান আখন্দ, এসিং মার্মা, খালেদ মোশাররফ মাসুদ, আশরাফুল ইসলাম এবং আব্দুল গফুর।

এছাড়া বিজ্ঞপ্তিতে অন্যান্য সদস্যদের নামও প্রকাশ করা হয়েছে। তারা হচ্ছেন: মো. নাজমুল হাসান, বিপ্লব চাকমা, বিনয় জ্যোতি চাকমা, আব্দুল্লাহ আল নোমান, গোলাম মোস্তফা, তৌকির আযাদ অভি, আল মামুন, আলী হায়দার রাব্বী, এহতেশামুল হক, ফিলিপ ত্রিপুরা, রাশেদুল, লাল পেখতার বম, অংচিং মার্মা (লামা), সাজেদা বেগম, ইয়াছমিন নূরী আক্তার, মোহাম্মদ ফাহিম, কামরুজ্জামান সিয়াম এবং শাহরিয়ার সাকিব।