বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে নিখোঁজ কিশোর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ১৮, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হয় হাফেজ মেহরাব হোসাইন (১৮) নামের এক কিশোর।

মঙ্গলবার ১৭ জুন দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিড়ি এলাকার একটি ঝর্ণায় এ ঘটনা ঘটে। সবশেষ বুধবার ১৮ জুন দুপুর পর্যন্ত ওই কিশোরের সন্ধান এখনো মেলেনি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, মঙ্গলবার সকালে মেহরাবসহ ১৮ জন বন্ধু মিলে ফাত্রাঝিরি এলাকার ভালুকিয়া খালের মংজয়পাড়ার ঝর্ণায় যায়। দুপুরে আবহাওয়া খারাপ হতে থাকলে খালের পানির বেড়ে যায়। এসময় ফেরার পথে বাঁশের ডাল ধরে উঠার সময় সেটি ভেঙ্গে গেলে পিছলিয়ে মেহরাব পানির স্রোতে ভেসে যায়।

তিনি জানান, নিখোঁজ হাফেজ মেহরাব হোসাইনের সন্ধান পেতে বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ হাফেজ মেহরাব হোসাইন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা।