চেক জালিয়াতি মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ১৯ জুন বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খলিল।
তিনি জানান, গত ২৬ মে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া এ রায় ঘোষণা করেন। অভিযুক্তকে ৩ মাসের কারাদন্ড ও ২ লাখ ১৮ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
মামলার বিবরণে বলা হয়, মামলার বাদী মো. হারুনুর রশিদের কাছ থেকে ব্যবসার জন্য ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন শহীদুর রহমান সোহেল। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় গত বছরের ১০ জানুয়ারি পৌরসভা মার্কেট ভবনে এক সালিশি বৈঠকে অভিযোগকারী হারুনকে একটি চেক প্রদান করেন। ৩ দফায় ইসলামী ব্যাংকে চেকটি জমা দেওয়া হলে সোহেলের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় প্রতিবার চেকটি প্রত্যাখ্যাত হয়। এ কারণে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর সোহেলের বিরুদ্ধে চেক প্রতারণা আইনে একটি মামলা দায়ের করেন হারুন। বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত সোহেলকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদন্ডাদেশ ও ধারের সমপরিমাণ টাকা ফেরতের নির্দেশ দেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সাক্ষরিত গত ৫ জুন ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে মো. শহীদুর রহমান সোহেলকে প্রধান সমন্বয়কারী করে ৩ মাস মেয়াদী জেলার নাগরিক পার্টি (এনসিপি) কমিটি গঠন করা হয়।