বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবতাখুম সাময়িক বন্ধ ঘোষণা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ১৯, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

টানা ভারি বৃষ্টির কারণে নদী, খাল, ঝিরির পানি বৃদ্ধি ও পাহাড় ধসের ঝুঁকি এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ‘দেবতাখুম’ পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার ১৮ জুন রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারি বর্ষণের ফলে নদী, খাল, ঝিরির পানি বৃদ্ধি পাচ্ছে। এবং জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা থাকায় ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেশী-বিদেশী পর্যটকদের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘দেবতাখুম’ ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ‘দেবতাখুম’ পর্যটন কেন্দ্র। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সম্মতিতে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে দেশী-বিদেশী পর্যটকদের জন্য এ পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়।